হাদীসের কিসসা

ভূমিকা

 

 

কিসসা কাহিনী ও গল্প বলা আবহমান কাল থেকেই শিক্ষার একটি উৎকৃষ্ট মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। নৈতিক অথবা নৈতিকতা বিরোধী-যে বিষয়েই মানুষকে প্রেরণা দান ও উদ্বুদ্ধ করণের আকাংখা পোষণ করা হোকনা কেন, কিসসা কাহিনীর মাধ্যমে তা সর্বোত্তম পর্যায়ে করা সম্ভব। সর্বশ্রেণীর মানুষকে, বিশেষতঃ শিশুদেরকে নৈতিক শিক্ষা দানের জন্য অতীত কিংবা বর্তমানের সর্বজনমান্য ব্যক্তিবর্গের জীবনী, ঘটনাবলী ও শিক্ষামূলক গল্প কাহিনী শোনানো ও প্রাঞ্জল ভাষায় লিখিত বই পড়তে দেয়া খুবই ফলদায়ক হয়ে থাকে।

 

মান্ব মনের এই স্বভাবগত ঝোঁক ও আগ্রহের পরিপ্রেক্ষিতেই অধিকাংশ ধর্মগ্রন্থের বিরাট অংশ জুড়ে ইতিহাস ও ঘটনাবলী সন্নিবেশিত হতে দেখা যায়। মহাগ্রন্থ আল কুরআন এবং হাদীস গ্রন্থসমূহও বহুলাংশে ইতিহাস ও কাহিনীতে পরিপূর্ণ। কুরআনের এই ইতিহাস অংশ আলাদাভাবে কাসাসুল কুরআন নামে বিভিন্ন ভাষায় রচিত ও অনুদিত হয়েছে। কিন্তু হাদীসের কিসসা কাহিনী ও ইতিহাস সংবলিত অংশ বিশেষতঃ রাসূলুল্লাহ(সা) এর পূর্ববর্তী ঘটনাবলী আলাদাভাবে বই আকারে সংকলিত হয়েছে বলে আমার জানা নেই। অথচ এই ঘটনাবলী সর্বশ্রেণীর মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে পারে।

 

হাদীসের কিসসা নামে হাদীসে বর্ণিত ঘটনাবলীর এই ক্ষুদ্র সংকলনটি রচনার পটভূমি এটাই। কিসসাগুলি বিশুদ্ধ হাদীস হতে সংকলন করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। “হাদীসের কিসসা” সর্বস্তরের মানুষ বিশেষতঃ শিশু কিশোরদের নিকট ইসলামের শিক্ষা বিস্তারের মহৎ উদ্দেশ্য নিয়েই রচিত। আল্লাহ এ উদ্দেশ্য সফল করুন, এটাই তার দরবারে অধমের সকরুণ প্রার্থনা।

 

আকরাম ফারুক

 

ফায়দাবাদ, আযমপুর, ঢাকা।

 

০১-০৯-১৯৯৩

 

হাদীসের কিসসা

আকরাম ফারুক

book স্ক্যান কপি ডাউনলোড