ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার

সম্পাদকীয়

বাংলাদেশে বিরাজমান অবস্থার নিরিখে তথ্য ও তত্ত্ব এবং বাস্তবতার সমন্বয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও চাকুরিপ্রার্থীদের উপকারের বিষয়টি মাথায় রেখেই ক্যারিয়ার : বিকশিত জীবনের দ্বার সহায়ক গন্থটির পরিকল্পনা। এর প্রতিটি অধ্যায় জীবন অভিজ্ঞতার নানা বর্ণিল রঙে রঙিন। ফলে নিরস তথ্যের উপস্থাপন প্রক্রিয়াতেও আসেছে সৃজনশীলতার ছোঁয়া, যা একজন প্রাজ্ঞ পাঠক তথা অভিভাবকের কাছে যেমন আনন্দের তেমনি জ্ঞানের। অন্যদিকে জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতার নির্যাস একজন শিক্ষার্থী কিংবা চাকুরিপ্রার্থীকে দিতে পারে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা, যা তার ক্যারিয়ার পরিকল্পনায় রাখবে অনন্য ভূমিকা।

এই বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ে আত্মবিশ্বাস আর সম্ভাবনা জাগানো এক একটি লেখা পাঠককে দাঁড় করাবে অভূতপূর্ব আত্মজাগরণের মখোমুখি। লেখার আন্তর্নিহিত শক্তিতে স্থবির মানুষও হয়ে উঠবে গতিশীল, প্রবৃদ্ধি আসবে ব্যক্তির যাপিত জীবনে এবং চিন্তায়। হতাশায় নিমজ্জিত যুবক খুঁজে পাবে তা কাঙ্ক্ষিত পাথেয়। ক্যারিয়ার ভাবনা জেগে উঠুক ব্যক্তির মনোজগতে, তা প্রবাহিত হোক সমগ্র জাতির জীবনে- জাতি মুক্তি পাক অদক্ষ এবং অপরিকল্পিত জনগোষ্ঠীর যন্ত্রনা থেকে।

অপার সম্ভাবনায় স্নাত আমাদের যুবসমাজ। পরিকল্পিত গন্তব্যের অভাবে এই সম্ভাবনা যেন সুতো ছেঁড়া ঘুড়ি আর বোটা আলগা ঝরা পাতার মত অনির্দেশ্য পথে এলোমেলো ঘুপাকে বিভ্রান্ত না হয়। এ রকম একটা মহৎ উদ্দেশ্য ছাড়ানো আছে ক্যারিয়ার: বিকশিত জীবনের দ্বার- এর প্রতিটি পৃষ্ঠায়। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, যেন আমাদের এই উদ্দেশ্য ব্যর্থ না হয়।

সবশেষে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা গুণীজনদের প্রতি যাঁরা সার্বিক তৎপরতায় শ্রম এবং সময় দিয়ে আমাদের কাজের মূল্যায়ন করেছেন, সূক্ষ্ম সমালোচনা এবং তীক্ষ্ণ বিবেচনায় সমৃদ্ধি এনেছেন ক্যারিয়ার: বিকশিত জীবনের দ্বার- এর প্রতিটি পদক্ষেপে। ঋণ স্বীকার করছি লেখন প্রাবন্ধিক জনাব আহসান হাবিব ইমরোজ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব কাজী বরকত আলী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ইদ্রিস আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক জনাব সারোয়ার আলম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক জনাব আবদুল্লাহির কাফি’র কাছে, যাঁদের লেখার প্রত্যক্ষ এবং পরোক্ষ পরশে ধন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

সূচি পত্র

প্রথম অধ্যায়: ক্যারিয়ার প্লানিং-গুরুত্ব ও পদ্ধতি

ক্যারিয়ার কি

ক্যারিয়ার প্লানিং কেন প্রয়োজন

ক্যারিয়ার প্ল্যানিং পদ্ধতি

ক্যারিয়ার: স্তর বিন্যাস

ক্যারিয়ার ট্রি

দ্বিতীয় অধ্যায়: ক্যারিয়ারের ভিত্তি: গুণগত শিক্ষা

ক্যারিয়ারের ভিত্তি: গুণগত শিক্ষা

প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা

কারিগরি শিক্ষা

তৃতীয় অধ্যায়: ক্যারিয়ার গঠন প্রয়োজনীয় বিবেচনা

সফলতাই হবে তোমার প্রাপ্তি, ব্যর্থতা নয়

সফলতার পূর্বশর্ত জীবনে ভারসাম্য

সময় ব্যবস্থাপনা

স্মরণ শক্তি: না জানা সব তথ্য

ইংরেজি: উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি

চাকুরি: প্রস্তুতি

বিসিএস (মৌখিক) পরীক্ষার কিভাবে সফল হবেন

চতুর্থ অধ্যায়: উচ্চাশিক্ষা- ক্যারিয়ারের সোপান

এমবিবিএস (MBBS)

ডেন্টাল সার্জারি

সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স

ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

ম্যাটেরিয়াল এন্ড মেটালরজিকাল ইঞ্জিনিয়ারিং

আর্কিটেকচার

নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং/ মেরিন ইঞ্জিনিয়ারিং

কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স

মেকানিকেল ইঞ্জিনিয়ারিং

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

আরবান এন্ড রেজিওন্যাল প্ল্যানিং

ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)

কৃষি/মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি সম্পর্কিত অন্যান্য বিষয়

(Agriculture/ Soil Science and Other Related Subjects)

পদর্থ বিজ্ঞান (Physics)

ফলিত পদার্থ বিজ্ঞান (Applied Physics)

রসায়ন (Chemistry)

ফলিত রসায়ন (Applied Chemistry)

গণিত ও ফলিত গণিত (Mathematics & Applied Mathematics)

পরিসংখ্যান (Statistics)

ভূ-তত্ত্ব/ ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা (Geology/ Geology & Mining)

প্রাণিবিদ্যা (Zoology)

উদ্ভিদ বিজ্ঞান (Botany)

প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান (Biochemistry and Molecular Biology)

মাইক্রোবায়োলজি (Microbiology)

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (Food & Nutrition)

পপুলেশন সায়েন্স

ভুগোল (Geography)

মনোবিজ্ঞান (Psychology)

বিবিএ/ এমবিএ

অর্থনীতি (Economics)

আইন (Law)

ইংরেজি (English)

সমাজকল্যাণ/ সমাজকর্ম (Social welfare/ social work)

সমাজ বিজ্ঞান/ নৃ-বিজ্ঞান (Sociology/ Anthropology)

আন্তর্জাতিক সম্পর্ক (International Relation)

লোকপ্রশান (Public Administration)

গণযোগাযোগ ও সাংবাদিকতা (Mass Communication & journalism)

রাষ্ট্রবিজ্ঞান (political Science)

বাংলা (Bangla)

শান্তি ও সংঘর্ষ (peace & Conflict)

ইতিহাস (History)

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (Islamic History & Culture)

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ

দর্শন (Philosophy)

ইসলামিক স্টাডিজ

শিক্ষা ও গবেষণা (Education & Research)

আরবী/ ফার্সি (Arabic/ Persian)

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা

ডক্টরাল ও পোস্ট ডক্টরাল রিসার্চ

পঞ্চম অধ্যায়: পেশা পরিচিতি- প্রেক্ষিত বাংলাদেশ

শিক্ষকতা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)

বিসিএস: নমুনা বিজ্ঞপ্তি

গবেষণা পেশা

আইনজীবী

তথ্য প্রযুক্তি

চিকিৎসা পেশা

সাংবাদিকতা

মিডিয়া টেকনোলজি

এইচএসসি উত্তর সম্ভাবনাময় পেশাসমূহ

সশস্ত্র বাহিনীতে চাকুরি

ব্যাংকার

অফিস এক্সিকিউটিভ

প্রশাসনিক কর্মকর্তা

ফার্মাসিস্ট

আত্ম কর্মসংস্থান/ ব্যবসা

চারুকলা

Appendix- Scholarship-

ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার

আইসিএস পাবলিকেশন

book স্ক্যান কপি ডাউনলোড