মযবুত ঈমান

তাওহীদ ও শিরক

শিরক চার প্রকার

প্রচলিত শিরকের উদাহরণ

তাগূতের অর্থ

তাগূতের পরিচয়

কালেমায়ে তাইয়েবা তাগূত বিরোধী

একটি সহজ উদাহরণ

তাগূতের সারকথা

মযবুত ঈমানের সুফল

যে মযবুত ঈমানের অধিকারী সে

সহীহ ইলম

ইলম মানে কী?

জ্ঞান কোথা থেকে পাওয়া যায়?

মানুষের কেন আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়?

জ্ঞানই শক্তি

ওহীর জ্ঞানের শক্তি

জ্ঞানের উৎস কী কী?

সহীহ ইলমের গুরুত্ব

সহীহ ইলমের উৎস

ইলম কতটুকু ফরয?

মুমিনের দু দফা ঘোষণা

কতক উদাহরণ

নফল ইলমের মর্যাদা কী?

পার্থিব অন্যান্য জ্ঞানের কোনো শরয়ী মর্যাদা আছে কী?

শখের বিদ্যার মর্যাদার কী?

নেক আমল

নেক বলতে কী বুঝায়?

নাফস, রূহ ও কালবের ফাংশন বা কর্মতৎপরতা

কর্ম সম্পাদনের কোন ক্ষমতা বাইখতিয়ার মানুষের নেই

সহীহ নিয়ত ছাড়া পুরস্কার পাওয়া যাবে না

মৃত্যুর পরও কি আমল জারী থাকে?

আমল সম্পর্কে একটা ভুল ধারণা

তাওহীদ ও শিরক

শিরক চার প্রকার

প্রচলিত শিরকের উদাহরণ

তাগূতের অর্থ

তাগূতের পরিচয়

কালেমায়ে তাইয়েবা তাগূত বিরোধী

একটি সহজ উদাহরণ

তাগূতের সারকথা

মযবুত ঈমানের সুফল

যে মযবুত ঈমানের অধিকারী সে

সহীহ ইলম

ইলম মানে কী?

জ্ঞান কোথা থেকে পাওয়া যায়?

মানুষের কেন আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়?

জ্ঞানই শক্তি

ওহীর জ্ঞানের শক্তি

জ্ঞানের উৎস কী কী?

সহীহ ইলমের গুরুত্ব

সহীহ ইলমের উৎস

ইলম কতটুকু ফরয?

মুমিনের দু দফা ঘোষণা

কতক উদাহরণ

নফল ইলমের মর্যাদা কী?

পার্থিব অন্যান্য জ্ঞানের কোনো শরয়ী মর্যাদা আছে কী?

শখের বিদ্যার মর্যাদার কী?

নেক আমল

নেক বলতে কী বুঝায়?

নাফস, রূহ ও কালবের ফাংশন বা কর্মতৎপরতা

কর্ম সম্পাদনের কোন ক্ষমতা বাইখতিয়ার মানুষের নেই

সহীহ নিয়ত ছাড়া পুরস্কার পাওয়া যাবে না

মৃত্যুর পরও কি আমল জারী থাকে?

আমল সম্পর্কে একটা ভুল ধারণা

বইটির পটভূমি

 

ইসলামী আন্দোলনের  ও সংগঠনে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি তীব্রভাবে উপলব্ধি করেছি যে, ইসলামকে সঠিকভাবে বুঝা সত্ত্বেও ইসলামের দাবি পূরণে অনেকেই ব্যৰ্থ হয়। ধীরে সুস্থে বিবেক-বুদ্ধি যথাযথভাবে প্রয়োগ করে ইসলামী আন্দোলনে অগ্রসর হবার পর কেউ কেউ আবার পিছিয়ে যায়। জামায়াতে ইসলামীর রুকন হিসেবে বেশ কিছুদিন সক্রিয় ভূমিকা পালনের পরও একসময় নিক্রিয় হয়ে পড়ে। ছাত্রজীবনে নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেও কর্মজীবনে আর এগুতে চায় না। \'বিস্ময় ও বেদনার সাথে আমি এ সব লক্ষ্য করে দীর্ঘদিন কারণ তালাশ করে এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, ঈমানের দুর্বলতাই এর জন্য দায়ী। ঈমানের দাবি কী, কোন পথে ঈমানে দুর্বলতা আসে এবং মজবুত ঈমানের কী কী শর্ত রয়েছে এসব বিষয়ে সুস্পষ্ট ধারণার যথেষ্ট অভাব রয়েছে। গত কয়েক বছরে ইসলামী আন্দোলনে সক্রিয় পুরুষ, মহিলা, ছাত্র ও ছাত্রীদের আরও সুস্পষ্ট হয়েছে। বিষয়টি এখন পরিপূর্ণ রূপ লাভ করেছে। তাই এ বিষয়টিকে পুস্তিকাকারে পরিবেশন করার প্রয়োজন বোধ করছি। দুর্বল শরীর নিয়ে যেমন কোন কাজ করার ক্ষমতা থাকে না, দুর্বল ঈমান নিয়েও ঈমানের কোন দাবি পূরণ করা সম্ভব হয় না। তাই যারা ঈমানের দাবিদার তাদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। এ প্রয়োজন পূরণে সহযোগিতা করাই এ লেখার উদ্দেশ্য। এ বড় আশা নিয়ে আমি লিখছি যে, যারা একবার ইসলামী আন্দোলনের শরীক হয় তারা যদি ঈমান সম্পর্কে এ সুস্পষ্ট ধারণা লাভ করে তাহলে কেউ আল্লাহর রহমতে ঈমানের দাবি পূরণ করতে ব্যর্থ হবে না। মানুষে মানুষে যোগ্যতার পার্থক্য আছে এবং থাকবে। ঈমানের দিক দিয়ে দুর্বল না হলে প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী ভূমিকা রাখতে সক্ষম। আল্লাহ তাআলা আমার এ আশা পূরণ করুন।

 

গোলাম আযম

 

জুন, ২০০২

 

মযবুত ঈমান

অধ্যাপক গোলাম আযম

book স্ক্যান কপি ডাউনলোড